Back to Overview

Write a program to check character is vowel or not

Posted 2 years ago

এমন একটি প্রোগ্রাম লিখতে হবে, যা প্রথমে ইউজার এর কাছ থেকে একটি alphabet ইনপুট নিবে এবং এটিকে alphabet নামক variable এ assign করতে হবে। তারপর চেক দিতে হবে যে alphabet টি vowel কিনা। যদি হয় তাহলে "This alphabet is vowel" প্রিন্ট করতে হবে। আর নাহলে "This alphabet is consonant" প্রিন্ট করতে হবে।

hints:

"a", "e", "i", "o", "u" alphabet গুলো হলো vowel। যদি ইনপুট এর alphabet টি এইগুলোর মাঝে হয় তাহলে ইনপুট টি vowel হবে। আর যদি না হয় তাহলে consonant হবে।

sample-1 input:

a

sample-1 output:

This alphabet is vowel

sample-2 input:

r

sample-2 output:

This alphabet is consonent